News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১২, ১ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৪:১৩, ১ ডিসেম্বর ২০২৫

‘গত কয়েকদিনে মেট্রোরেলের লাইনে ৭টি ককটেল পাওয়া গেছে’

‘গত কয়েকদিনে মেট্রোরেলের লাইনে ৭টি ককটেল পাওয়া গেছে’

ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। ফাইল ছবি

গত কয়েকদিনে মেট্রোরেলের লাইনে মোট ৭টি ককটেল পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ। 

সোমবার (১ ডিসেম্বর) উত্তরায় ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।

ফারুক আহমেদ বলেন, “মানুষের হিউম্যান সাইডটা বাড়াতে হবে। আমরা যত নিরাপত্তা ব্যবস্থা জোরদারই করি না কেন, জনগণ সচেতন না হলে তা কার্যকর হবে না।”

তিনি জানান, গত সপ্তাহে ট্র্যাকের ওপর একটি ড্রোন পড়ে ছিল। আর গত কয়েকদিনে লাইনে সাতটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের মাধ্যমে জনগণকে সচেতন করতে তিনি আহ্বান জানান।

“এই সম্পদ শুধু ডিএমটিসিএলের নয়, সবার। আমরা যেন সবাই মিলে এটাকে রক্ষা করতে পারি,” -যোগ করেন তিনি।

মেট্রোরেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনার পর থেকে দৈনিক যাত্রীসংখ্যা কমে গেছে জানিয়ে ডিএমটিসিএল এমডি বলেন, আগে দৈনিক গড়ে ৪ লাখ ৬০ হাজার যাত্রী মেট্রোরেল ব্যবহার করতেন। বর্তমানে তা কমে ৪ লাখের আশেপাশে নেমে এসেছে।

২১ নভেম্বর সারা দেশে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের কোনো ফিজিক্যাল ক্ষতি হয়নি বলে জানান তিনি।

শুধু দুইটি টেইলস পড়ে গেছে, যা সাধারণ ঘটনা বলেও তিনি উল্লেখ করেন।

ভূমিকম্পের দিন নির্ধারিত সময়ের ২৭ মিনিট পর ট্রেন চলাচল শুরু হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, “পরীক্ষা-নিরীক্ষা ছাড়া ট্রেন চালানো যায় না। পাবলিক সেফটির জন্যই দেরি করেছি। সেদিন দুইবার সুইফার ট্রেন চালিয়ে সবকিছু চেক করা হয়েছিল।”

রবিবার সচিবালয় স্টেশনে মেট্রোরেলের দুই কোচের মাঝ দিয়ে এক কিশোর ছাদে উঠে পড়ার ঘটনায় রাত ৮টার পর সার্ভিস বন্ধ রাখতে হয়।

এ বিষয়ে এমডি বলেন, “ছেলেটিকে সিকিউরিটি দ্রুত নামিয়ে আনে। আল্লাহর রহমতে বড় কোনো দুর্ঘটনা হয়নি।”

ঘটনার পর প্রতিটি ট্রেন সার্চ করে সুরক্ষা নিশ্চিত করা হয়। পরদিন সকালে সুইফার ট্রেন দিয়েও পুরো লাইন পরীক্ষা করা হয়।

আরও পড়ুন: খুলনায় ৯ ঘণ্টার ব্যবধানে আবারও গুলি, গুরুতর আহত ১

মেট্রোরেলের নিরাপত্তা বাড়াতে নতুন পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, স্টেশনের নিচে এন্ট্রি পথে নতুন সিসিটিভি বসানো হবে, যাতে সন্দেহজনক উৎস শনাক্ত করা সহজ হয়।

ফার্মগেট পার্ক মাঠ এলাকার ৬৫ শতাংশ মানুষকে সচেতন করা হয়েছে বলেও জানান এমডি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়