খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, নেওয়া হয়েছে ভেন্টিলেশনে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান।
তিনি বলেছেন, রবিবার রাত থেকে খালেদা জিয়াকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানান তিনি।
আজম খান বলেন, বেগম জিয়ার অবস্থা আবারও ক্রিটিক্যাল হয়ে পড়েছে। গতকাল রাত থেকেই তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হচ্ছে।
এর আগে সোমবার সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়া দেশি–বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে আছেন। তিনি সকলের কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চান।
৮০ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিসসহ নানা জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দুই দিন আগে তাকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন: খালেদা জিয়ার সুস্থতায় চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা চলছে: মির্জা ফখরুল
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন। পরে ২০২০ সালের মার্চে সরকার তার দণ্ড স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তি দেয়। বিদেশে চিকিৎসার অনুমতি না পেলেও নিয়মিত মেয়াদ বাড়িয়ে তাকে গৃহবন্দী অবস্থায় থাকতে হয়।
৮ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মুক্তি পান। পরে গত ৮ জানুয়ারি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান এবং প্রায় চার মাস পর ৬ মে দেশে ফেরেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








