News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩১, ১ ডিসেম্বর ২০২৫

দেশের আদালতে প্রথমবারের মতো সাজা পেলেন ব্রিটিশ এমপি

দেশের আদালতে প্রথমবারের মতো সাজা পেলেন ব্রিটিশ এমপি

ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। ছবি: সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে জালিয়াতির মাধ্যমে মা শেখ রেহানার জন্য প্লট বরাদ্দে সহযোগিতা করায় দুই বছরের কারাদণ্ড পেয়েছেন ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাংলাদেশের আদালতে এ প্রথম কোনো ব্রিটিশ এমপি দণ্ডিত হলেন।

সোমবার (১ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন। বেলা সাড়ে ১১টার দিকে রায় পড়া শুরু হয়।

একই মামলায় টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাকি ১৫ আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দুদকের উপপরিচালক সালাহউদ্দিন চলতি বছরের ১৩ জানুয়ারি অভিযোগ করেন, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার প্লট বরাদ্দ নেন শেখ রেহানা। তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন ১০ মার্চ।

গত ৩১ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়। বিচার চলাকালে ৩২ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়।

আরও পড়ুন: হাসিনা-রেহানা-টিউলিপের মামলার রায় ঘিরে আদালতে নিরাপত্তা জোরদার

এর আগে ২৭ নভেম্বর প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার সাত বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেন আদালত।

এক মামলায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকেও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়