News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০০, ১ ডিসেম্বর ২০২৫

দেশের স্বার্থে বেগম খালেদা জিয়া আরও প্রয়োজন: রিজভী

দেশের স্বার্থে বেগম খালেদা জিয়া আরও প্রয়োজন: রিজভী

কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, পুরো জাতির অভিভাবক। দেশের স্বার্থেই তার আরও দীর্ঘদিন প্রয়োজন।

সোমবার (১ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, বেগম জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালের সামনে জনতার ঢল প্রমাণ করে- সারা দেশের মানুষ তার জন্য অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা রাখেন। তার সুস্থতা কামনায় যেভাবে দোয়া চলছে, তা নজিরবিহীন।

তিনি আরও বলেন, গণতন্ত্রের জন্য আপসহীন থাকার কারণেই দেশি-বিদেশি চক্রান্ত দিয়েও খালেদা জিয়াকে দুর্বল করা যায়নি। এখনো গণতন্ত্র ধোঁয়াশায় রয়েছে, স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর হুমকি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, নেওয়া হয়েছে ভেন্টিলেশনে

রিজভীর দাবি, এই সময়ে জাতির সামনে সবচেয়ে বড় প্রেরণা হচ্ছেন বেগম খালেদা জিয়া। তাকে আরও দীর্ঘদিন কাছে পেলে গণতন্ত্রের ভিত আরও শক্ত হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়