News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৭, ২ ডিসেম্বর ২০২৫

৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল কক্সবাজার ও চট্টগ্রাম

৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল কক্সবাজার ও চট্টগ্রাম

ফাইল ছবি

কক্সবাজার ও পার্শ্ববর্তী পার্বত্য চট্টগ্রামসহ চট্টগ্রাম শহরে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও আন্তর্জাতিক ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৯ এবং উৎপত্তিস্থল ছিল মিয়ানমার অঞ্চলে, যা এ এলাকার অন্যতম সক্রিয় ভূমিকম্পপ্রবণ জোন হিসেবে বিবেচিত।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটি অনুভূত হয় মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ১২টা ৫৫ মিনিট ১৬ সেকেন্ডে, যার গভীরতা ছিল ১০৬.৮ কিলোমিটার।

ইউএসজিএস (USGS)–এর তথ্যেও একই গভীরতার নিশ্চিতকরণ পাওয়া গেছে। 

তাদের হিসাব অনুযায়ী, এর কেন্দ্র ছিল ঢাকা থেকে প্রায় ৪৩১ কিলোমিটার দূরে।

স্থানীয় বাসিন্দারা জানান, কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়া ও পার্বত্য চট্টগ্রামের বেশ কয়েকটি স্থানে কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড, তবে অনুভূত ছিল স্পষ্ট।

আরও পড়ুন: আসছে ৮ শৈত্যপ্রবাহ, তীব্র হতে পারে ৩টি

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) তাদের সর্বশেষ আপডেটে জানায়, কম্পনটির উৎস ছিল মিয়ানমারের সক্রিয় ভূকম্পন অঞ্চলে।

বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, উত্তর–পূর্ব ভারত, ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগে এর প্রভাব অনুভূত হতে পারে বলে প্রাথমিক মূল্যায়ন দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। কক্সবাজার ও চট্টগ্রাম জেলা প্রশাসন জানিয়েছে, রাতেই স্থানীয় পর্যায়ে খোঁজখবর নেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা মনে করছেন, মিয়ানমারে ভারত ও ইউরেশিয়া—এই দুই টেকটোনিক প্লেটের সীমানা দিয়ে সক্রিয় ফাটল অঞ্চল অতিক্রম করায় এ এলাকা প্রায়ই মাঝারি মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে থাকে। তাই ভূমিকম্প প্রতিরোধী অবকাঠামো ও জনসচেতনতার ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়