News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২৭, ৫ ডিসেম্বর ২০২৫

‘চিকিৎসকেরা নিশ্চিত করলেই লন্ডন যাত্রা করবেন খালেদা জিয়া’

‘চিকিৎসকেরা নিশ্চিত করলেই লন্ডন যাত্রা করবেন খালেদা জিয়া’

ছবি: সংগৃহীত

কারিগরি ত্রুটির কারণে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় নামতে না পারায় বিএনপি চেয়ারপারসনের লন্ডন যাত্রার পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে খালেদা জিয়া রবিবার (৭ ডিসেম্বর) লন্ডন রওনা হতে পারেন — শর্ত হচ্ছে চিকিৎসকদের অনুমোদন।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি জানান, কাতারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স নির্ধারিত সময় অনুযায়ী ঢাকায় পৌঁছাতে পারেনি; কারিগরি ত্রুটির কারণে এটি আজ ঢাকায় নামছে না। 

তিনি আশা প্রকাশ করেন, সবকিছু ঠিক থাকলে এটি আগামীকাল (শনিবার) ঢাকায় পৌঁছতে পারে।

এদিন সকালেই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের বলেন, খালেদা জিয়াকে লন্ডন নিলে তা সম্পূর্ণভাবে নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর। 

তিনি বলেন, ম্যাডামের শরীর যদি ভ্রমণের উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড অনুমতি দেয়, তাহলে ইনশাল্লাহ রবিবার (৭ ডিসেম্বর) উনি লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন।

ফখরুল দুপুরে নয়াপল্টনে জুমার নামাজের পর দোয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের আরও জানান যে, বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা করছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত উচ্চমানের চিকিৎসকরা এবং তারা বিশ্বাস করেন যে তার আরও উন্নত চিকিৎসার প্রয়োজন। সেই কারণেই তাকে ইংল্যান্ডের হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

আরও পড়ুন: খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে বিশেষ দোয়া

তিনি বলেন, চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন। তাকে কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। সন্দেহ করা হচ্ছে যে তার অসুস্থতা সেখান থেকেই শুরু হয়েছিল। সঠিক চিকিৎসার অভাবে তার অবস্থার অবনতি হয়েছিল।

ফখরুল আরও বলেন, গতকাল (৪ ডিসেম্বর) রাত থেকেই খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছিল এবং প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে ছিল; কিন্তু শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয় যে পরিকল্পনায় পরিবর্তন এসেছে এবং যাত্রা পিছিয়ে গেছে। 

তিনি উল্লেখ করেন, গতকাল খালেদা জিয়ার অবস্থার ‘অবনতি’ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রা বিলম্বিত হয়েছে এবং কাতার এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা যায়নি। 

পাশাপাশি তিনি ফোনে সাংবাদিকদের জানান, এটি কেবল বিমানের সমস্যা নয়, তার স্বাস্থ্যের অবস্থাও একটি কারণ। গতকাল তার স্বাস্থ্যের কিছুটা অবনতি হয়েছিল।

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ-জুমা পল্টন বিএনপি কার্যালয়ের সামনে দোয়া অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন-নির্যাতনের ফলে বেগম খালেদা জিয়ার রোগের সূচনা হয়েছে। 

তিনি বলেন, বেগম খালেদা জিয়া এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার সারাজীবন উৎসর্গ করেছেন এবং “বিগত সরকার তার প্রতি যে অন্যায় আচরণ করেছে, দীর্ঘ ছয় বছর কারাগারে ছিলেন তিনি, এর মধ্যে দুই বছর নির্জন কারাগারে ছিলেন। সবার সন্দেহ সেখান থেকেই তার এই রোগের সূচনা।

ফখরুল জানান, খালেদা জিয়া কয়েক সপ্তাহ ধরে গুরুতর অবস্থায় হাসপাতালে রয়েছেন।

বিএনপি মহাসচিব আরও উল্লেখ করেন যে, খালেদা জিয়ার লন্ডন যাত্রা তখনই কার্যকর হবে যখন চিকিৎসকরা নিশ্চিত করবেন যে তিনি বিমানে ওঠার যোগ্য। 

তিনি সাংবাদিকদের বলেছেন, কাতার থেকে কাল এয়ার অ্যাম্বুলেন্স এলে পরশু তাকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হতে পারে। তিনি এখনো গুরুতর অসুস্থ। চিকিৎসকদের যদি নিশ্চিত করেন যে তিনি বিমানে ওঠার জন্য উপযুক্ত, তাহলেই তাকে নেওয়া সম্ভব।

ফখরুল একাধিকবার দেশের দূরগাম ও আন্তর্জাতিক চিকিৎসকদের কথাও উল্লেখ করে বলেন, তারা বিশ্বাস করেন যে আরও উন্নত হাসপাতালের চিকিৎসা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেছেন যে চিকিৎসকদের অনুমোদন পেলে এবং এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় পৌঁছালে বেগম খালেদা জিয়া রবিবার (৭ ডিসেম্বর) যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হতে পারবেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়