News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৪, ৩ ডিসেম্বর ২০২৫

ইসির জরুরি বিজ্ঞপ্তি: নির্বাচন ও গণভোট একসাথে

ইসির জরুরি বিজ্ঞপ্তি: নির্বাচন ও গণভোট একসাথে

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জাতীয় গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

বুধবার (৩ ডিসেম্বর) প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে ভোটারদের অবগত করা হয় যে আসন্ন গণভোটে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ–২০২৫ এবং সনদে অন্তর্ভুক্ত সাংবিধানিক সংস্কারসমূহ নিয়ে জনমত গ্রহণ করা হবে।

গণভোটে ভোটারদের সম্মতি জানতে যে প্রশ্ন উত্থাপন করা হবে, তা হলো “আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? (হ্যাঁ/না)”

গণভোটে অন্তর্ভুক্ত প্রস্তাবসমূহ হলো—

আরও পড়ুন: ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচন ও গণভোট

(ক) নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে নির্ধারিত প্রক্রিয়ায় গঠন করা;

(খ) আগামী সংসদকে দুইকক্ষবিশিষ্ট করা এবং দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠন, যেখানে সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ মতামত বাধ্যতামূলক হবে;

(গ) নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচনসহ মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা প্রভৃতি বিষয়ে জুলাই সনদে অর্জিত ঐকমত্য বাস্তবায়নে নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলোর বাধ্যবাধকতা;

(ঘ) জুলাই জাতীয় সনদে উল্লিখিত অন্যান্য সংস্কারসমূহ রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন।

ইসির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সংশোধিত প্রেস বিজ্ঞপ্তি প্রচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়