News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৭, ২ ডিসেম্বর ২০২৫

উচ্চ পর্যায়ের নির্বাচনী কর্মশালা স্থগিত

উচ্চ পর্যায়ের নির্বাচনী কর্মশালা স্থগিত

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালাটি স্থগিত করেছে সরকার। মঙ্গলবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

প্রকৃতপক্ষে, আগামীকাল বুধবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. শিমুল আকতার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্মশালাটি বাতিল করা হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালার মূল লক্ষ্য ছিল নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় নিশ্চিত করা। এতে অংশগ্রহণের কথা ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিভিন্ন দপ্তরের প্রধান, বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, জেলা নির্বাচনী কর্মকর্তা এবং প্রতি জেলার একজন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ওসি। এছাড়াও, ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান উপদেষ্টার যুক্ত থাকার ব্যবস্থা ছিল।

আরও পড়ুন: সময়মতো ও অংশগ্রহণমূলক নির্বাচনকে সমর্থন করে ইইউ

কর্মশালার প্রধান অতিথি হওয়ার কথা ছিল প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগে ঘোষণা করেছিল যে, কর্মশালায় অংশগ্রহণ সকলের জন্য বাধ্যতামূলক, যা কর্মশালার গুরুত্বকে আরও প্রাধান্য দিত।

তবে হঠাৎ করে স্থগিত ঘোষণার ফলে আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে আইনশৃঙ্খলা সংক্রান্ত এই সমন্বয়মূলক প্রশিক্ষণের কার্যক্রম আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়