কম্পিউটার মেলা শুরু ৮ ডিসেম্বর
ফাইল ছবি
রাজধানীর আগারগাঁওয়ে দেশের বৃহত্তম কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটিতে ৮ ডিসেম্বর থেকে ছয় দিনের কম্পিউটার মেলা শুরু হচ্ছে। মেলার নাম ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫’, যা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।
মেলার আয়োজকরা জানিয়েছেন, মেলায় নতুন প্রযুক্তিপণ্য, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, মনিটর ও সিসি ক্যামেরা বিশেষ ছাড়ে কেনা যাবে। এছাড়া থাকবে আকর্ষণীয় উপহার, ক্যাশব্যাক, র্যাফেল ড্র ও টেক সেলিব্রিটি আড্ডা। শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতাও আয়োজন করা হবে।
বিসিএস কম্পিউটার সিটির সভাপতি আকতার হোসেন খান বলেন, মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত বিনা মূল্যে প্রবেশাধিকার থাকবে।
আরও পড়ুন: দেশে আসছে পেপ্যাল, বাড়বে আন্তর্জাতিক লেনদেনের সুযোগ
মেলার আহ্বায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া জানান, মেলার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে আসুস, এপসন, এইচপি, এলডিনিও, লেনোভো, এমএসআই ও টিপি-লিংক, যারা মেলায় তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








