News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫৫, ২৭ নভেম্বর ২০২৫

অনলাইন সহিংসতা রোধে শক্তিশালী সুরক্ষা ব্যবস্থার আহ্বান

অনলাইন সহিংসতা রোধে শক্তিশালী সুরক্ষা ব্যবস্থার আহ্বান

ছবি: সংগৃহীত

নারী-কন্যাশিশুর বিরুদ্ধে দ্রুত ছড়িয়ে পড়া ডিজিটাল সহিংসতা মোকাবিলায় কার্যকর আইন সংস্কার, প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা ও ব্যাপক ডিজিটাল সাক্ষরতা কর্মসূচি গ্রহণের ওপর জোর দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, “ডিজিটাল বাংলাদেশের টেকসই রূপান্তরে নিরাপত্তা ও জবাবদিহির শক্তিশালী ভিত্তি অপরিহার্য। অনলাইন অভিযোগ গ্রহণ-তদন্ত ব্যবস্থাকে আরও আধুনিক করা, সাইবার তদন্ত সক্ষমতা বাড়ানো এবং দায়িত্বশীল ডিজিটাল নাগরিকত্ব নিয়ে সারাদেশে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে।”

‘নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই’ প্রতিপাদ্যে চলমান ১৬ দিনের অ্যাকটিভিজম ক্যাম্পেইনের অংশ হিসেবে ইউএনওপিএস বাংলাদেশ, এটুআই, আইসিটি বিভাগ, বিআইআইএসএস ও বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপ হাইকমিশন যৌথভাবে এ গোলটেবিলের আয়োজন করেছে।

৭০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ নিলাম ১৪ জানুয়ারি

বৈঠকে সাইবারস্টকিং, অনলাইন হয়রানি, ডিপফেক, ছবি-ভিডিও বিকৃতি ও ইমেজ-বেইজড যৌন নিপীড়নসহ বিভিন্ন ধরনের ডিজিটাল সহিংসতার ঝুঁকি, ক্ষতি ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে ইউএনওপিএস বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধারণ বলেন, “ডিজিটাল সহিংসতা কেবল প্রযুক্তিগত সমস্যা নয়, এটি উন্নয়ন, সুশাসন ও মানবাধিকারের জন্যও বড় চ্যালেঞ্জ। সরকার, আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি খাত ও নাগরিক সমাজকে একযোগে কাজ করে সমন্বিত প্রতিকার কাঠামো গড়ে তুলতে হবে।”

এটুআইয়ের প্রকল্প পরিচালক মো. আব্দুর রফিক বলেন, “ডিজিটাল প্ল্যাটফর্ম আমাদের জন্য অপার সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। কিন্তু এই স্পেস কখনোই ভয় বা সহিংসতার জায়গা হতে পারে না। নারীদের নিরাপদ অংশগ্রহণ ছাড়া সমতাভিত্তিক ডিজিটাল ভবিষ্যৎ অকল্পনীয়।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন প্রফেসর ড. তাসনিম আরেফা সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তাসনুভা শেলীসহ সরকারি নীতিনির্ধারক, কূটনীতিক, প্রযুক্তি বিশেষজ্ঞ, বেসরকারি খাত, সিভিল সোসাইটি ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন।a

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়