News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৪, ২৩ নভেম্বর ২০২৫
আপডেট: ১৭:০৫, ২৩ নভেম্বর ২০২৫

অ্যান্ড্রয়েড থেকে ফাইল পাঠানো যাবে আইফোনে

অ্যান্ড্রয়েড থেকে ফাইল পাঠানো যাবে আইফোনে

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অ্যান্ড্রয়েড থেকে আইফোনে সরাসরি ফাইল পাঠানোর সুযোগ চালু করছে গুগল। কুইক শেয়ারের সর্বশেষ হালনাগাদে প্রথমবারের মতো অ্যাপলের ‘এয়ারড্রপ’সমর্থন যোগ হয়েছে। ফলে দুই ভিন্ন প্ল্যাটফর্মের ডিভাইসের মধ্যেও এখন সহজেই ছবি, ভিডিও ও নথি শেয়ার করা যাব- অতিরিক্ত কোনো থার্ড-পার্টি অ্যাপ বা ক্লাউড আপলোডের ঝামেলা ছাড়াই।

হালনাগাদ কুইক শেয়ার এখন আশপাশের এয়ারড্রপ-সমর্থিত ডিভাইস শনাক্ত করতে পারে। পিক্সেল ১০ সিরিজের যেকোনো ফোন থেকে আইফোন, আইপ্যাড কিংবা ম্যাক ডিভাইসে ফাইল পাঠানো যাবে। তবে এ সুবিধা ব্যবহার করতে আইফোন ব্যবহারকারীকে এয়ারড্রপের অ্যাকসেসিবিলিটি ‘Everyone for 10 Minutes’ অপশনে চালু রাখতে হবে।

এরপর সাধারণ নিয়মে ফাইল নির্বাচন করে কুইক শেয়ার চালু করলে কাছে থাকা অ্যাপল ডিভাইসের তালিকা দেখা যাবে। প্রাপক অনুমতি দিলে সরাসরি ডিভাইস-টু-ডিভাইস ফাইল স্থানান্তর সম্পন্ন হবে। সার্ভারের মাধ্যমে কোনো ডেটা না যাওয়ায় তথ্য সংরক্ষণ হওয়ার ঝুঁকিও থাকবে না।

আরও পড়ুন: যেভাবে ভূমিকম্পের সতর্কবার্তা দেবে স্মার্টফোন অ্যাপ

প্রথম ধাপে সুবিধাটি কেবল গুগলের পিক্সেল ১০ সিরিজে দেওয়া হয়েছে- পিক্সেল ১০, পিক্সেল ১০ প্রো, পিক্সেল ১০ প্রো এক্সএল এবং পিক্সেল ১০ প্রো ফোল্ড। গুগল জানিয়েছে, শিগগিরই অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনেও সুবিধাটি চালু হবে। প্রয়োজনে কুইক শেয়ারের এক্সটেনশনটি সেটিংস থেকে ম্যানুয়ালি হালনাগাদ করতে হতে পারে। সূত্র: টেক্লুসিভ ডটকম

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়