News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৩, ২৩ নভেম্বর ২০২৫

নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণ বাধ্যতামূলক: দুদক

নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণ বাধ্যতামূলক: দুদক

ছবি: সংগৃহীত

আগামী নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের দেশি এবং বিদেশি সম্পদের পূর্ণ বিবরণ বাধ্যতামূলকভাবে হলফনামায় দাখিল করতে হবে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

রবিবার (২৩ নভেম্বর) দুদকের সিলেট বিভাগীয় কার্যালয় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আরও পড়ুন: জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি

চেয়ারম্যান বলেন, সম্পদ গোপন করা অন্যায় এবং যাদের অনাপার্জিত সম্পদ থাকবে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি ২০০৮ সালের একটি ঘটনা তুলে ধরে জানান, তখন শেখ হাসিনার হলফনামায় ৫.২১ একর কৃষি জমি দেখানো হলেও দুদকের অনুসন্ধানে ২৯ একর জমি পাওয়া যায়। তবে তখন কিছু সীমাবদ্ধতার কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়