বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্রও ব্যর্থ হয়: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ফাইল ছবি
বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
তিনি বলেছেন, বিচার বিভাগ দুর্বল হলে সংবিধান নির্বাক হয়ে পড়ে এবং মানুষের আশা-আকাঙ্ক্ষা ভেঙে যায়।
শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, জুলাই বিপ্লব সংবিধান উৎখাতের আন্দোলন ছিল না, বরং সংবিধানের সঙ্গে সম্পর্ককে বিশুদ্ধ করার চেতনা থেকেই তা সংঘটিত হয়েছিল। স্বচ্ছতা, জবাবদিহি ও জনসাড়া -এ তিনটি মূল্যবোধই তখন মানুষের প্রধান প্রত্যাশা হয়ে উঠেছিল।
তিনি আরও বলেন, বিশ্বজুড়ে সংকট ও অস্থিরতার সময়ে বিচার বিভাগকে সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হতে হবে। বিচার বিভাগের সংস্কার শুধু সৌন্দর্যবর্ধন নয়, বরং ন্যায় ও গণতন্ত্রকে টিকিয়ে রাখার সংগ্রাম।
২০২৪ সালের সেপ্টেম্বরের সংস্কার রোডম্যাপ প্রসঙ্গে তিনি বলেন, এতে আদালতের প্রশাসনিক দুর্বলতা চিহ্নিত করে একটি আধুনিক, নৈতিক ও দক্ষ বিচার ব্যবস্থার ভিত্তি গড়ে তোলা হয়েছে।
আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঐতিহাসিক হবে: ইসি সানাউল্লাহ
আন্তর্জাতিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বড় শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক ব্যবস্থাপনায় জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গা ইস্যু বড় চ্যালেঞ্জ, যার সমাধানে বাংলাদেশের উচিত নিজেদের নিরাপত্তাকে সর্বোচ্চ বিবেচনায় রেখে যথাযথ পদক্ষেপ নেওয়া।
নিউজবাংলাদেশ.কম/এসবি








