সালমানের বাড়িতে গুলি চালানো আনমোল বিষ্ণোই গ্রেফতার
ফাইল ছবি
ভারতের সংঘবদ্ধ অপরাধ চক্র লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের অন্যতম সদস্য আনমোল বিষ্ণোইকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ নভেম্বর) যুক্তরাষ্ট্র থেকে তাকে ভারতে এনে হস্তান্তর করা হয়। গত বছরের নভেম্বর থেকে তিনি যুক্তরাষ্ট্রের হেফাজতে ছিলেন।
মঙ্গলবার (২০ নভেম্বর) দেশটি তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে প্রত্যর্পণ করে।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) খবরে বলা হয়েছে, আনমোল কারাগারে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই। তাকে শিগগিরই দিল্লির একটি আদালতে তোলা হবে।
আরও পড়ুন: দুবাইয়ে শাহরুখ খানের নামে ৫৫ টাওয়ার
গত বছরের ১২ অক্টোবর মুম্বাইয়ে হত্যা করা হয় মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে। এ মামলায় আনমোল বিষ্ণোই অন্যতম অভিযুক্ত। তার সঙ্গে শুভম লোনকার ও জিসান মোহাম্মদ আখতারসহ লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের আরও ২৬ জনকে ইতোমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
শুধু এই হত্যাকাণ্ডই নয়, বলিউড সুপারস্টার সালমান খানের মুম্বাইয়ের বাড়িতে গুলি চালানোর ঘটনা এবং পাঞ্জাবি গায়ক সিধু মূসেওয়ালা হত্যাকাণ্ডের সঙ্গেও আনমোলের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। গত বছরের এপ্রিলে সালমান খানের বাড়িতে বন্দুকধারীরা হামলা চালায়। এরপর থেকেই আনমোলকে খুঁজছিল ভারতীয় পুলিশ।
ভারতের আইনশৃঙ্খলা বাহিনী বলছে, আনমোল বিষ্ণোইয়ের গ্রেফতারি দেশের সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সাফল্য। তার বিরুদ্ধে একাধিক উচ্চপ্রোফাইল অপরাধের অভিযোগ থাকায় মামলাগুলোতে নতুন অগ্রগতি আসবে বলে আশা করা হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








