দুবাইয়ে শাহরুখ খানের নামে ৫৫ টাওয়ার
ছবি: সংগৃহীত
বলিউড সুপারস্টার শাহরুখ খানের নামে দুবাইয়ে নির্মাণ হচ্ছে একটি আকাশচুম্বী বাণিজ্যিক ভবন। দুবাইয়ের শেখ জায়েদ রোডে ৫৫ তলার এই ভবনের নাম রাখা হয়েছে ‘শাহরুখজ বাই দানিউব’, যা নির্মাণ করবে দানিউব গ্রুপ।
শুক্রবার ( ১৪ নভেম্বর) মুম্বাইয়ে এক জাঁকজমক অনুষ্ঠানে প্রকল্পের ঘোষণা দেন শাহরুখ খান নিজে। অনুষ্ঠান সঞ্চালনা করেন তার দীর্ঘদিনের বন্ধু ও পরিচালক ফারাহ খান।
শাহরুখ খান সোশ্যাল মিডিয়ায় লেখেন, “দুবাইয়ের একটি স্থাপনায় আমার নাম যুক্ত হওয়া অত্যন্ত গর্বের ও আবেগঘন মুহূর্ত। চিরদিন এই শহরের একটি অংশ হয়ে থাকা আমার জন্য বিশেষ সম্মান। দুবাই সবসময়ই আমার কাছে স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা ও সম্ভাবনার প্রতীক।”
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, টাওয়ারটির আয়তন হবে ১০ লাখ স্কোয়ার ফুট। ভবনের প্রবেশপথে থাকবে শাহরুখের হাত ছড়িয়ে দাঁড়ানো আইকনিক ভঙ্গির বিশাল ভাস্কর্য, যেখানে দর্শকরা ছবি তুলতে পারবেন। ভবনটি ২০২৯ সালের মধ্যে সম্পন্ন হওয়ার লক্ষ্য রয়েছে।
আরও পড়ুন: আত্মসমর্পণ করে জামিন পেলেন মেহজাবীন চৌধুরী
বর্তমানে শাহরুখ খান ‘কিং’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এই সিনেমার মাধ্যমে পর্দায় প্রথমবার তার মেয়ে সুহানা খানকে দেখা যাবে। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অনিল কাপুর, রাঘব জুয়াল, সৌরভ শুক্লা ও জয়দীপ আহলাওয়াত।
নিউজবাংলাদেশ.কম/এসবি








