News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:২৭, ১৪ নভেম্বর ২০২৫

“লেজেন্ডস লাইভ ইন ঢাকা” বাতিল

“লেজেন্ডস লাইভ ইন ঢাকা” বাতিল

ছবি: সংগৃহীত

নগরবাউল জেমস ও পাকিস্তানের সুফি–রক তারকা আলী আজমতকে নিয়ে আয়োজন করা হয়েছিলো “লেজেন্ডস লাইভ ইন ঢাকা” শীর্ষক কনসার্ট। 

তবে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কনভেনশন সেন্টারে শুক্রবার (১৪ নভেম্বর) অনুষ্ঠানের জন্য শেষ মুহূর্তে পুলিশ অনুমতি না দেওয়ায় কনসার্টটি স্থগিত করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সূত্রে জানা গেছে, বিমানবন্দর এলাকা গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআইভুক্ত) হওয়ায় নিরাপত্তাজনিত কারণে এ মুহূর্তে কোনো বৃহৎ অনুষ্ঠান অনুমোদিত হয়নি। সম্প্রতি ওই এলাকায় অগ্নিকাণ্ডের মতো বড় ধরনের ঘটনা ঘটায় প্রশাসন আরও সতর্ক। পুলিশ আয়োজকদের পরামর্শ দিয়েছে ভিন্ন ভেন্যু বিবেচনা করতে।

আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন এক বিবৃতিতে জানিয়েছে, অনিবার্য পরিস্থিতির কারণে ‘আলী আজমত অ্যান্ড জেমস: লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্টটি স্থগিত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে নতুন তারিখ ও ভেন্যু জানানো হবে।

আরও পড়ুন: আকর্ষণীয় হতে গিয়ে হাসপাতালে শার্লিন চোপড়া

এই কনসার্টে প্রথমবারের মতো জেমসের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আলী আজমতের। আলী আজমত ঢাকায় আগমনের তিন দিন পরই অনুষ্ঠান স্থগিত হওয়ার খবর পেয়েছেন। তিনি স্থানীয় একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এই সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন।

অ্যসেন কমিউনিকেশন জানিয়েছে, কনসার্টের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে এবং ইতিমধ্যেই টিকিট ক্রেতারা চাইলে ফেরত পাবেন অথবা নতুন তারিখে ব্যবহার করতে পারবেন।

কনসার্টে আরও অংশ নেওয়ার কথা ছিল নতুন প্রজন্মের দুই শিল্পী পুনম ও মধুবন্তী চক্রবর্তীর। আপাতত সকল প্রস্তুতি স্থগিত রাখা হয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, ভবিষ্যতে অনুষ্ঠানটি নতুন ভেন্যু ও তারিখে আয়োজন করতে তারা সচেষ্ট।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়