News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৭, ১৪ নভেম্বর ২০২৫

আকর্ষণীয় হতে গিয়ে হাসপাতালে শার্লিন চোপড়া

আকর্ষণীয় হতে গিয়ে হাসপাতালে শার্লিন চোপড়া

ছবি: সংগৃহীত

ভারতের অন্যতম আলোচিত বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া দীর্ঘদিন ধরে সৌন্দর্যবর্ধনমূলক চিকিৎসার কারণে শারীরিক জটিলতার মুখোমুখি হয়েছেন। প্রায়ই উগ্র পোশাক এবং বিতর্কিত মন্তব্যের জেরে সংবাদ শিরোনামে আসা এই অভিনেত্রী এবার স্বাস্থ্যজনিত কারণে আলোচনার কেন্দ্রে রয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, শার্লিন কয়েক বছর আগে বক্ষস্থলের আকার বৃদ্ধি করতে অস্ত্রোপচার করিয়েছিলেন। কিন্তু সম্প্রতি তার পিঠ, ঘাড় এবং কাঁধে তীব্র ব্যথা অনুভূত হওয়ায় তিনি হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত করেন যে, এই ব্যথার মূল কারণ হলো অতিরিক্ত ভারী স্তন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অভিনেত্রী দ্রুত কৃত্রিম ‘ইমপ্ল্যান্ট’ অপসারণের সিদ্ধান্ত নেন এবং সম্প্রতি সেই অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে শারীরিন চোপড়ার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি অপেক্ষাকৃত হালকা জীবনযাপন শুরু করেছেন।

আরও পড়ুন: অবশেষে বিচ্ছেদের পথ হাঁটছেন ঐশ্বরিয়া

নিজের ইনস্টাগ্রাম পোস্টে শার্লিন প্রকাশ করেন, কৃত্রিম উপায়ে স্তনবৃদ্ধি করার ফলে শরীরের ঊর্ধ্বাঙ্গের ওজন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছিল। অতিরিক্ত ওজনের কারণে পিঠ, ঘাড়, বুক ও কাঁধে অসহনীয় ব্যথা শুরু হয়। শারীরিক অস্বস্তি বেড়ে যাওয়ায় তিনি চিকিৎসকদের শরণাপন্ন হন।

শার্লিন আরও জানান, শুধুমাত্র স্তন নয়, মুখেও তিনি অতীতে ফিলার ব্যবহার করেছিলেন। তবে নিজের আসল রূপ ফিরে পেতে গত বছরের আগস্ট মাসে মুখের সমস্ত ফিলার সরিয়ে ফেলেন। এবার ‘ইমপ্ল্যান্ট’ অপসারণের মাধ্যমে তিনি আরও সুস্থ ও স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছেন।

শার্লিন চোপড়ার এই সিদ্ধান্ত প্রমাণ করে, সৌন্দর্যবর্ধনমূলক চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া কতটা জরুরি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়