নতুন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’-এ ভিন্ন রূপে শুভশ্রী
অদিতি রায়ের পরিচালনায় হইচই’র নতুন ওয়েব সিরিজ অনুসন্ধান-এ অভিনয় করছেন শুভশ্রী। সিরিজটির কাহিনি আবর্তিত হয়েছে কারাগারে বন্দি এক অন্তঃসত্ত্বা নারীর জীবনকে ঘিরে। নিজের ইনস্টাগ্রামে শেয়ার করা এক ছবিতে শুভশ্রীকে দেখা গেছে সাংবাদিক চরিত্রে, যেখানে চোখে রাগ, কপালে কাটা দাগ আর চেহারাজুড়ে যুদ্ধংদেহি অভিব্যক্তি ফুটে উঠেছে।