News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৭, ২০ নভেম্বর ২০২৫
আপডেট: ১২:১১, ২০ নভেম্বর ২০২৫

সোশ্যাল মিডিয়া নিয়ে দ্বিধায় অভিনেত্রী সাদিয়া আয়মান

সোশ্যাল মিডিয়া নিয়ে দ্বিধায় অভিনেত্রী সাদিয়া আয়মান

ছবি: সংগৃহীত

ছোটপর্দা, ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে দ্রুত জায়গা করে নেওয়া তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান সম্প্রতি তার সামাজিক যোগাযোগ মাধ্যমের সক্রিয়তা নিয়ে ব্যক্তিগত অনুভূতি শেয়ার করেছেন। তার এই অভিব্যক্তি যেন বর্তমান সময়ের অনেক তরুণ ব্যবহারকারীর মানসিক চাপের প্রতিধ্বনি।

‘তাকদীর’ ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় আসা সাদিয়া এরপর ‘কাজল রেখা’ ও ‘উৎসব’ এর মতো চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। 

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত থাকা এই অভিনেত্রী সম্প্রতি এক খোলামেলা পোস্টে জানিয়েছেন, বয়স কম হওয়া সত্ত্বেও সামাজিক মাধ্যমে সক্রিয়তা বজায় রাখতে তিনি চাপ অনুভব করছেন।

সাদিয়া আয়মান তার পোস্টে উল্লেখ করেন যে, ফেব্রুয়ারি মাস থেকে অসংখ্য সুন্দর ছবি ও ভিডিও জমে থাকলেও পোস্ট করার ইচ্ছে আর হয়ে ওঠেনি। 

আরও পড়ুন: বড়পর্দায় অভিষেক তানজিন তিশার, প্রকাশ হলো ফার্স্ট লুক

তিনি লিখেন, একটা ছবি কিংবা ভিডিওর পেছনে কত এফোর্ট দিতে হয়—সিলেক্ট করা, এডিট করা, গান মেলানো—সব মিলিয়ে এখন এগুলো অনেক প্রেসার মনে হয়। বয়সও তো বেশি না, তবুও এমন কেন হয়?

তিনি আরও যোগ করেন, পোস্টের সঙ্গে মানানসই ও ‘রিলেটেবল ক্যাপশন’ ভাবাটাও তার কাছে এখন আলাদা একটি ঝক্কির কাজ মনে হচ্ছে।

অভিনেত্রীর এই স্বীকারোক্তি তার ভক্ত ও অনুরাগীদের মধ্যেও সরাসরি সংযোগ স্থাপন করেছে। 

পোস্টের কমেন্ট সেকশনে সাধারণ ব্যবহারকারীরাও তাদের একই রকম অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

একজন নেটিজেন মন্তব্য করেন, হ্যাঁ, আমার সাথেও ঘটে, কোন গান রাখবো ভাবতে ভাবতে মুড চেঞ্জ হয়ে যায়।

আরেকজন লেখেন, পরিস্থিতি সব সময় একই থাকে না, মন খারাপে কখনো কিছুই ভালো লাগে না।

সাদিয়া আয়মানের এই সরল ও স্বাভাবিক স্বীকারোক্তি ইঙ্গিত দেয় যে, সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট তৈরি ও শেয়ার করার প্রক্রিয়া এখন আর শুধু বিনোদন নয়, বরং অনেক ব্যবহারকারীর জন্যই এটি মানসিক চাপ ও ক্লান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়