নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে রায়
ফাইল ছবি
সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে এবং নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে রায় দিয়েছেন আপিল বিভাগ।
রায়ে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রায় ঘোষণা করেন।
বেঞ্চের অপর সদস্যরা হলেন: বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।
রায় ঘোষণার সময় আপিল বিভাগের এজলাস কক্ষ আইনজীবী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে মুখরিত ছিল।
আরও পড়ুন: গ্রেফতারের দিন থেকেই সাজা কার্যকর: অ্যাটর্নি জেনারেল
১৯৯৬ সালে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে পাস হয়। ১৯৯৮ সালে অ্যাডভোকেট এম সলিমউল্লাহসহ তিনজন আইনজীবী এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। পরবর্তীতে ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট বিভাগ এই রিট খারিজ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করে।
এরপর এই রায়ের বিরুদ্ধে সরাসরি আপিল করা হয়। ২০০৫ সালে আপিলের প্রক্রিয়া শুরু হয়ে ২০১১ সালের ১০ মে আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় দেয়। ঘোষিত রায়ের পর ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনী আইন সংসদে পাস হয়।
গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেন সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারও পৃথকভাবে রায় পুনর্বিবেচনার আবেদন করেন।
এবারের আপিল বিভাগের রায়ের ফলে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলো। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কার্যকর হবে; আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে।
নিউজবাংলাদেশ.কম/পলি








