News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:০৮, ১৯ নভেম্বর ২০২৫

‘তলে তলে বিদেশীদের হাতে বন্দর দিচ্ছেন ড. ইউনূস’

‘তলে তলে বিদেশীদের হাতে বন্দর দিচ্ছেন ড. ইউনূস’

সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। ছবি: সংগৃহীত

দেশের রাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক অঙ্গনে বাড়তে থাকা চাপের মধ্যে জাতীয় সম্পদ, ভূরাজনীতি ও বিদেশী প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। 

সাম্প্রতিক এক সমাবেশে তিনি বর্তমান পরিস্থিতির পেছনে ‘গোপন প্রভাব’ কাজ করছে বলে দাবি করে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।

সম্প্রতি অনুষ্ঠিত একটি জনসমাবেশে সিপিবির সাবেক সভাপতি ও বর্তমান সভাপতিমণ্ডলীর সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম অভিযোগ করেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস “তলে তলে” চট্টগ্রাম বন্দরকে আমেরিকান ও পশ্চিমা কোম্পানির কাছে লিজ দেওয়ার চেষ্টা করছেন। 

তিনি বলেন, ইউনূস সাহেব ধরা পড়ে গেছেন। তার আসল এজেন্ডা হলো চট্টগ্রাম বন্দর; তিনি আমেরিকান কম্পানির কাছে বন্দর লিজ দিয়ে দিচ্ছেন, পশ্চিমা কম্পানির কাছে।

আরও পড়ুন: ইসিকে বাস্তব পদক্ষেপ নেওয়ার পরামর্শ রাজনৈতিক দলগুলোর

সেলিম আরও দাবি করেন, রোহিঙ্গাদের জন্য সাহায্য পাঠানোর নামে মানবিক করিডর তৈরির উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশে মার্কিন সেনা উপস্থিতির পথ তৈরি করা হচ্ছে। 

তার ভাষায়, রোহিঙ্গাদের জন্য সাহায্য পাঠানোর নামে মানবিক করিডর করার চেষ্টা হচ্ছে। আমেরিকার সেনাবাহিনী যাতে এখানে এসে ষড়যন্ত্র কার্যকর করতে পারে, সেই চেষ্টা চলছে।

জনগণের উদ্দেশে তিনি সরাসরি সতর্কবার্তা দিয়ে বলেন, হুঁশিয়ার থাকবেন। বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই চেষ্টা আমাদের প্রতিহত করতে হবে।

জুলাই গণ-অভ্যুত্থানের পর বৈষম্য দূরীকরণে দৃশ্যমান অগ্রগতি হয়নি দাবি করে তিনি বলেন, ৫৪ বছর আগে ৩০ লাখ মানুষ বুকের রক্ত দিয়ে পাকিস্তানের গোলামি থেকে মুক্ত হয়েছি। এখন যদি কেউ আমাদের ভারত বা আমেরিকার গোলামির শিকলে বাঁধতে চায়, তাহলে মানুষ আবার জেগে উঠবে। মুক্তির সংগ্রাম ধ্বংসের কোনো চক্রান্ত বরদাশত করা হবে না।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়