শেখ হাসিনাকে ফেরাতে আইনি পদক্ষেপে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার জন্য আনুষ্ঠানিক পদক্ষেপ শুরু করেছে আন্তর্বর্তী সরকার।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর পুলিশ সদর দপ্তর ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির আবেদন পাঠিয়েছে।
আইন উপদেষ্টা আসিফ নাজরুল জানিয়েছেন, দায়ীদের অবস্থান যেখানেই হোক, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।
আরও পড়ুন: শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান
অন্যদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের উদ্দেশে একটি নোট ভারবেল প্রস্তুত করেছে। এর মাধ্যমে দিল্লিকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে যে দুইজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে বাংলাদেশ-ভারত ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তির অধীনে ফেরত দেওয়ার অনুরোধ করা হচ্ছে। তবে চুক্তির ৬ ও ৮ নম্বর ধারা—যেখানে ‘রাজনৈতিক অভিযোগ’ ও ‘ন্যায্যবিচারের নিশ্চয়তা’ যুক্তিতে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে—ভারতের অবস্থানকে গুরুত্বপূর্ণ করে তুলছে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দিল্লি এই আবেদনে সাড়া দেবে কি না তা নির্ভর করবে রাজনৈতিক মূল্যায়ন, আঞ্চলিক নিরাপত্তা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর। ইন্টারপোলও পূর্বে রাজনৈতিক সংবেদনশীলতার কারণে অনেক অনুরোধে ধীরগতির নজির দেখিয়েছে। ফলে ঢাকা প্রশাসনের সামনে আইনগত ও কূটনৈতিক—দুই স্তরেই চ্যালেঞ্জ বড়।
সরকার বলছে, প্রক্রিয়াটি ন্যায়বিচার নিশ্চিত করার অংশ; অন্যদিকে আন্তর্জাতিক মহলে প্রত্যর্পণ প্রশ্নটি দুই দেশের সম্পর্কের জটিলতাকে আরও স্পষ্ট করছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








