নারীদের পেছনে রেখে পুরুষরা সামনে এগোতে পারবে না: ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ফাইল ছবি
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘নারীদের পেছনে রেখে পুরুষরা সামনে এগোতে পারবে না। দেশের অগ্রযাত্রায় মা-বোনদের সঙ্গে নিয়েই আমাদের এগোতে হবে।’
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে নিবরাস মাদরাসা আয়োজিত ‘হিফজুল কোরআন অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, মা-বোনদের কোরআনের আলোয় শিক্ষিত করতে পারলে তারা হাফেজা, আলেমা, মুহাদ্দিসা বা স্কলার হয়ে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
তিনি আরও বলেন, ‘আমরা একটি নতুন দিনের স্বপ্ন দেখি- ভেদাভেদ নয়, একে অপরের হাত ধরে সামনে এগোতে হবে। অন্যকে সম্মান না করলে নিজেরাও সম্মান পাবো না।’
মতপার্থক্য স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, ‘বিভিন্ন মত থাকা সত্ত্বেও একটি জায়গায় এসে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে, সেটি হলো কালেমা তাইয়েবা।’
জুলাই বিপ্লব-পরবর্তী পরিস্থিতিকে তিনি জাতির জন্য ঐক্যের সুযোগ হিসেবে উল্লেখ করে বলেন, ‘এই সুযোগ হাতছাড়া হলে আবারও দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে।’
আরও পড়ুন: শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা
অনুষ্ঠানে ১৬৭ জন শিক্ষার্থীর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন ধর্ম উপদেষ্টা। এর আগে শিক্ষার্থীরা ইসলামী সংগীত, কোরআন তিলাওয়াতসহ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








