News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৬, ১৭ নভেম্বর ২০২৫
আপডেট: ১৪:২৯, ১৭ নভেম্বর ২০২৫

রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি

রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোর পূর্ণ সহযোগিতা চেয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, রাজনৈতিক দলগুলো না চাইলে সুষ্ঠু নির্বাচন কখনও সম্ভব না। ইসির সর্বোচ্চ চেষ্টার পরও কোনো দল অসহযোগিতা করলে শঙ্কা থেকেই যাবে।

সোমবার (১৭ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের তৃতীয় দিনের সূচনা বক্তব্যে সিইসি এসব মন্তব্য করেন।

সিইসি বলেন, বর্তমান রাজনৈতিক অবস্থা সবার জানা। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত নির্বাচন কমিশন। তবে রাজনৈতিক দল ও তাদের সদস্যদের সক্রিয় সহযোগিতা ছাড়া সুন্দর কোনো নির্বাচন সম্ভব নয়- এটা নিশ্চিত।

তিনি আরও বলেন, আমরা আগেই সংলাপ শুরু করতে পারতাম, কিন্তু নানা বাস্তবতায় দেরি হয়েছে। এখন আমরা এমন এক প্রেক্ষাপটে আছি, যেখানে সহযোগিতা জরুরি, না হলে নির্বাচন নিয়ে সংশয় দেখা দেবে।

নির্বাচনী আচরণবিধি মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সিইসি বলেন, ভোটের আগে, ভোটের দিন এবং ভোটের পরে নানা সমস্যা দেখা দেয়। তিন পর্যায়েই যেন কোনো ধরনের উত্তেজনা বা সহিংসতা না ঘটে, তা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে আচরণবিধি মানতেই হবে।'

তিনি আরও বলেন, ঝড়-ঝঞ্ঝাট আসুক, যে বাধাই আসুক- ইসি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। তবে আপনাদের সহযোগিতা অপরিহার্য।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসির চলমান সংলাপের তৃতীয় দিনের প্রথম পর্বে ৬টি রাজনৈতিক দল অংশ নেয়- বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, ন্যাপ (ন্যাশনাল আওয়ামী পার্টি), বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি,  বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।

আরও পড়ুন: আগামী নির্বাচন দেশ রক্ষার নির্বাচন: প্রধান উপদেষ্টা

বিকেলে সংলাপে অংশ নেবে আরও ৬ দল- জাকের পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

সংলাপে সভাপতিত্ব করেন সিইসি এ এম এম নাসির উদ্দীন। উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনারসহ ইসি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়