News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৯, ১৭ নভেম্বর ২০২৫
আপডেট: ১৪:৪০, ১৭ নভেম্বর ২০২৫

ধানমন্ডি ৩২-এ শিক্ষার্থীদের ছত্রভঙ্গে পুলিশের সাউন্ড গ্রেনেড

ধানমন্ডি ৩২-এ শিক্ষার্থীদের ছত্রভঙ্গে পুলিশের সাউন্ড গ্রেনেড

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে বুলডোজার নিয়ে যাওয়ার চেষ্টা করেন একদল শিক্ষার্থী। তবে পুলিশ তাদের বাধা দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। 

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, দেশের প্রচলিত আইনে এ ধরনের কার্যক্রমের অনুমতি নেই, তাই বুলডোজার নিয়ে অগ্রসর হতে দেওয়া হয়নি।

এদিন দুপুর ১২টার কিছু পর ট্রাকে করে দুটি বুলডোজার ধানমন্ডি ৩২-এর দিকে নেওয়া হচ্ছিল। প্রবেশমুখে পৌঁছানোর পর পুলিশ বাধা দেয়।

নিজেকে জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক পরিচয় দিয়ে নাহিদ হাসান নামের এক তরুণ বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে দিন প্রথম বক্তব্য দেয়, সেদিন আমরা প্রথম ধানমন্ডি ৩২ ভেঙেছিলাম- কিন্তু তখন শেষ করতে পারিনি। আজ রায়ের দিন, আমরা আশা করছি শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতি ধূলিসাৎ হয়ে যাবে।

আরও পড়ুন: রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি

এ ঘটনায় এলাকায় কিছু সময় উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি পরে নিয়ন্ত্রণে আসে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়