News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৫, ১৭ নভেম্বর ২০২৫
আপডেট: ১৪:২৮, ১৭ নভেম্বর ২০২৫

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪২ ভারতীয় ওমরাহযাত্রী নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪২ ভারতীয় ওমরাহযাত্রী নিহত

ছবি: সংগৃহীত

সৌদি আরবে মক্কা থেকে মদিনাগামী একটি বাসের সঙ্গে ডিজেল ট্যাংকারের সংঘর্ষে অন্তত ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জন নারী ও ১১ শিশু রয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে মক্কা-মদিনা রুটের মুহরাস (মুফরিহাত) এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

নিহত ওমরাহযাত্রীরা ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মক্কায় ওমরাহ সম্পন্ন করে তারা মদিনার পথে ফিরছিলেন। বাংলাদেশি সময় রোববার দিবাগত রাত ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়, ফলে হতাহতের সংখ্যা দ্রুত বাড়ে।

আরও পড়ুন: দুর্নীতির প্রতিবাদে ফিলিপাইনের রাস্তায় হাজারো মানুষের বিক্ষোভ

সৌদি কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়