News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৬, ১৭ নভেম্বর ২০২৫

অবৈধ মোবাইল বন্ধের আগে ব্যবহারকারীদের জন্য সুখবর দিলো বিটিআরসি

অবৈধ মোবাইল বন্ধের আগে ব্যবহারকারীদের জন্য সুখবর দিলো বিটিআরসি

ফাইল ছবি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে সব অবৈধ ও অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট বন্ধ হয়ে যাবে। তবে এর আগে যেসব ফোন নেটওয়ার্কে ব্যবহার হচ্ছে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং নেটওয়ার্কে সচল থাকবে।

বিটিআরসির রবিবার (১৬ নভেম্বর) প্রকাশিত বার্তায় বলা হয়েছে, “১৬ ডিসেম্বরের পূর্বে নেটওয়ার্কে ব্যবহৃত সব মোবাইল হ্যান্ডসেট (বৈধ বা অবৈধ) স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং সচল থাকবে।”

মোবাইল হ্যান্ডসেট বৈধতা যাচাই করার পদ্ধতি:
আপনার হ্যান্ডসেটের IMEI নাম্বার জানতে *#06# ডায়াল করুন।

মেসেজ অপশনে লিখুন: KYD <15-সংখ্যার IMEI নম্বর> এবং পাঠান ১৬০০২ নম্বরে।

ফিরতি মেসেজের মাধ্যমে হ্যান্ডসেটের বৈধতা জানবেন।

আরও পড়ুন: দেশেই তৈরি হবে অনার মোবাইল ফোন

NEIR সম্পর্কিত তথ্য ও সেবা:
যেকোনো তথ্যের জন্য বিটিআরসির হেল্পডেস্ক নম্বর ১০০ এ কল করুন।

মোবাইল থেকে ডায়াল করুন *16161#।

সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ার নম্বর ১২১ এ কল করুন বা সরাসরি সেন্টারে যোগাযোগ করুন।

অনলাইনে তথ্যের জন্য ভিজিট করুন: http://neir.btrc.gov.bd

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়