News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৯, ১৭ নভেম্বর ২০২৫
আপডেট: ১০:০৯, ১৭ নভেম্বর ২০২৫

ইতালিকে হারিয়ে ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে নরওয়ে

ইতালিকে হারিয়ে ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে নরওয়ে

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে নরওয়ে।

রবিবার (১৬ নভেম্বর) সান সিরোতে এ খেলা অনুষ্ঠিত হয়।

প্রথমার্ধে ইতালি ম্যাচের ১১তম মিনিটে পিও এসপোসিতোর গোলে এগিয়ে যায়। বাঁ-পাশ থেকে ডি মার্কো এর পাসে বল পেয়ে গোল করেন এসপোসিতো। প্রথমার্ধ শেষ পর্যন্ত আরও কোনো গোল হয়নি।

দ্বিতীয়ার্ধে নরওয়ের অধিনায়ক আর্লিং হলান্ড এবং তার সতীর্থরা দলের জন্য খেলায় ফিরে আসে। ম্যাচের ৬৩তম মিনিটে নুসা সমতা ফেরান। এর মাত্র এক মিনিটের মধ্যে হোল্যান্ড জোড়া গোল করে নরওয়েকে এগিয়ে নেন এবং বাছাইপর্বের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করেন। অতিরিক্ত সময়ে লারসেন আরও একটি গোল করে নরওয়ের বড় জয় নিশ্চিত করেন।

আরও পড়ুন: হেসেখেলে হংকংকে হারাল বাংলাদেশ

এই জয়ের ফলে ২৪ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে থেকে বাছাইপর্ব শেষ করে নরওয়ে। অন্যদিকে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা ইতালিকে এখন প্লে-অফে খেলতে হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়