শেখ হাসিনার রায় ঘিরে রাজধানীতে সতর্কতা জোরদার
ছবি: সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দুই আসামির বিরুদ্ধে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবে। রায়কে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাশকতা চালানোর আশঙ্কা দেখা দিয়েছে।
নাশকতা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার বিভিন্ন প্রবেশমুখে রবিবার থেকেই চেকপোস্ট বসানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) শহরে অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে। পুলিশ সদর দপ্তর দেশের বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীরা যাতে রাজধানীতে জমায়েত না হতে পারে, সেজন্য সব থানাকে নির্দেশ দিয়েছে। রেল ও নৌপথেও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর আশপাশে পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, “রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে। কোনো দল বা গোষ্ঠি নাশকতা সৃষ্টির চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, “আমাদের ফোর্স মোতায়েন আছে, নিরাপত্তার কোনো শঙ্কা নেই।”
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, “মানুষ ও পুলিশ সদস্যদের ওপর ককটেল হামলা বা যানবাহনে আগুন দিলে আইন অনুযায়ী গুলির নির্দেশ দেওয়া হয়েছে।”
আরও পড়ুন: কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ
বিজিবি জানায়, ঢাকা ও আশপাশের এলাকায় ১৪ প্লাটুন মোতায়েন করা হয়েছে। র্যাবও ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা জোরদার করেছে এবং অনলাইনে হুমকির পর্যবেক্ষণ চালাচ্ছে।
শেখ হাসিনার রায় বাংলাদেশ টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া সংস্কৃতি মন্ত্রণালয় শহরের কয়েকটি বড় স্ক্রিনে সরাসরি সম্প্রচার করবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকেও রায় দেখানো হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








