News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২০, ১৬ নভেম্বর ২০২৫

পুলিশের ১৫ ঊর্ধ্বতন কর্মকর্তার পদায়ন ও বদলি

পুলিশের ১৫ ঊর্ধ্বতন কর্মকর্তার পদায়ন ও বদলি

ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের ১৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার পৃথক দুটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

বদলি করা কর্মকর্তাদের মধ্যে উল্লেখযোগ্য পদায়নগুলো হলো: শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে গাজীপুর মেট্রোপলিটনের কমিশনার পদে বদলি করা হয়েছে। 

আরও পড়ুন: লকডাউনে যান স্বাভাবিক রাখার ঘোষণা শ্রমিক ফেডারেশনের

আর পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধার পুলিশ সুপার, দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ফরিদপুরের পুলিশ সুপার, ডিএমপির উপপুলিশ কমিশনার মো. মিজানুর রহমানকে দিনাজপুরে, হবিগঞ্জের পুলিশ সুপার এ, এন, এম, সাজেদুর রহমানকে পাবনায়, ডিএমপির উপপুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জে এবং ডিএমপির আরেক উপপুলিশ কমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নীলফামারীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়