উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে, পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রি
গত কয়েক দিন ধরে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় শীত জেঁকে বসেছে। বিশেষ করে পঞ্চগড়ে হিমেল হাওয়ার প্রভাবে শীতের তীব্রতা বেশি। জেলায় তাপমাত্রা গত কয়েক দিন ১৩–১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগে আক্রান্তের হারও বেড়ে গেছে, বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি ঝুঁকিতে রয়েছেন। হাসপাতালগুলোতে রোগীর চাপও লক্ষ্যণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতা মান্নানকে গুলি করে হত্যা
তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, 'এই অঞ্চল হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর দিক থেকে প্রবাহিত হিমেল বাতাসের কারণে তাপমাত্রা কমে গেছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।'
নিউজবাংলাদেশ.কম/এসবি








