রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতা মান্নানকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আব্দুল মান্নান (৪০) নামের শ্রমিকদলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে সরফভাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত মান্নান সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি ও সৌদি প্রবাসী ছিলেন। তাঁর বাড়ি পশ্চিম সরফভাটায় হলেও তিনি থাকতেন চন্দ্রঘোনার একটি ভাড়া বাসায়।
স্থানীয়রা জানান, রাতে ক্ষেত্রবাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে শিলক গ্রামের দিকে যাচ্ছিলেন মান্নান। পথে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে খুন
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পুলিশ জানায়, মান্নানের শরীরে চারটি গুলির আঘাত পাওয়া গেছে। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আইনি প্রক্রিয়া চলছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








