News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪০, ১৪ নভেম্বর ২০২৫
আপডেট: ১১:৪১, ১৪ নভেম্বর ২০২৫

অর্থনৈতিক বার্তা ছড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রজুড়ে সফর বাড়াচ্ছেন ট্রাম্প

অর্থনৈতিক বার্তা ছড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রজুড়ে সফর বাড়াচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশজুড়ে সফর বাড়ানোর পরিকল্পনা করছেন, যাতে জনগণকে অর্থনৈতিক বিষয়ে তার অবস্থান আরও স্পষ্টভাবে পৌঁছে দেওয়া যায়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

এক সপ্তাহ আগে নির্বাচনে জীবনযাত্রার ব্যয় বিষয়ক ইস্যুতে পার্টির জন্য ধাক্কা লাগার পর ট্রাম্পের দেশীয় সফর ক্রমেই বাড়বে। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, প্রশাসন আরও সফর ও বক্তৃতার পরিকল্পনা করছে, যাতে অর্থনৈতিক ইস্যুতে প্রেসিডেন্টের কার্যক্রম জনগণের কাছে পৌঁছায়।

হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেসাই বলেন, “প্রথম দিন থেকেই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান লক্ষ্য জো বাইডেনের মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা।” তিনি আরও জানান, গ্যাস ও ডিমের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং ওজন কমানোর ওষুধের মূল্য হ্রাসের মতো উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

দলের ডানপন্থী নেতারা ট্রাম্পকে বিদেশী সফর ও শান্তি আলোচনার পরিবর্তে দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক ইস্যুতে বেশি মনোযোগ দিতে চাপ দিচ্ছেন। ট্রাম্পও সাম্প্রতিক দিনগুলোতে বিষয়টিকে গুরুত্ব দিয়ে একাধিক পরিকল্পনা ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে বিদেশি পণ্যে আরোপিত শুল্ক থেকে অর্থ সংগ্রহ করে মার্কিন নাগরিকদের সম্ভাব্য ২ হাজার ডলারের লভ্যাংশ প্রদান।

আরও পড়ুন: ২৩০ বছর পর যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে এক সেন্টের ‘পেনি’ উৎপাদন

কোভিড মহামারির পর থেকে মুদ্রাস্ফীতি মার্কিন প্রেসিডেন্টদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। জো বাইডেনও দেশজুড়ে সফর করেছিলেন, তবে জনগণকে সন্তুষ্ট করতে ব্যর্থ হন। সূত্র: এএফপি

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়