ট্রাইব্যুনালে রায় যাই হোক কার্যকর করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত
জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা হবে সোমবার (১৭ নভেম্বর)। রায় যাই হোক, তা কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (১৬ নভেম্বর) দুপুর ২টায় বরিশাল পুলিশ লাইনে আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো বা খুব খারাপ- মাঝামাঝি অবস্থায় আছে।”
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ১১৩৯
তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সকলকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এখন পুরো দেশই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। সার্বিক পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








