আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ চার জেলায় বিজিবি মোতায়েন
ফাইল ছবি
ঢাকাসহ দেশের চার জেলায় সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রাজধানী ঢাকার পাশাপাশি গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলাতেও অতিরিক্ত সতর্কতামূলক দায়িত্ব পালন করছে বিজিবি।
রবিবার (১৬ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠে রয়েছে বিজিবির টহল দল। প্রয়োজনীয় সব প্রস্তুতিও নেওয়া হয়েছে।
গত এক সপ্তাহ ধরে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন, বাসে অগ্নিসংযোগ ও বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটছে। বিশেষ করে নিউ ইস্কাটন, আগারগাঁও, বিমানবন্দর, হাতিরঝিল, মিরপুর ও হাজারীবাগ এলাকায় এই ধরনের ঘটনা জনমনে উদ্বেগ তৈরি করেছে।
আরও পড়ুন: রাজধানী ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন
এই পরিস্থিতিতে চার জেলায় বিজিবির উপস্থিতি বাড়ানো হয়েছে, যাতে আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকে এবং যে কোনো নাশকতা প্রতিরোধ করা যায়। এর আগে, ১২ নভেম্বর ঢাকা ও আশপাশের জেলাগুলিতে সার্বিক নিরাপত্তা রক্ষার জন্য ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল—ঢাকায় ১২ প্লাটুন এবং ঢাকার বাইরে ২ প্লাটুন।
প্রসঙ্গত, আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়কে ঘিরে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








