News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৩, ১৬ নভেম্বর ২০২৫

এখনো ইউনূস সরকারের প্রতি আস্থাশীল বিএনপি: রিজভী

এখনো ইউনূস সরকারের প্রতি আস্থাশীল বিএনপি: রিজভী

ছবি: সংগৃহীত

পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নে অসহায় এক বৃদ্ধ দম্পতিকে সহায়তা করতে গিয়ে দেশীয় স্বার্থ এবং সরকারের প্রতি আস্থা রক্ষার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। 

তিনি বলেছেন, আমরা এখনো ড. ইউনূস সরকারের প্রতি আস্থা রাখি। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অংশের অধিকার নেই জনগণের আস্থার জায়গা দুর্বল করার।

রিজভী বলেন, দেশের স্বার্থবিরোধী চুক্তি এবং বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকা অপরিহার্য। 

তিনি উল্লেখ করেছেন, শেখ হাসিনা সরকারের ভারতের প্রাইভেট কোম্পানি আদানীর সঙ্গে চুক্তি দেশের স্বার্থের বিপরীতে হয়েছে। এর ফলে দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদেশি কোম্পানির সঙ্গে যে কোনো চুক্তি হবে, তা দেশের স্বাধীনতা ও নিরাপত্তাকে দুর্বল করতে পারবে না। বিশেষ করে বন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো যদি ক্রমান্বয়ে বিদেশি অপারেটরের হাতে চলে যায়, তাহলে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্ন উঠবে।

রিজভী আরও বলেন, ড. ইউনূসকে এ বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে। দেশের স্বার্থ ও জনগণের স্বার্থের বিপরীত যে সিদ্ধান্তগুলো হয়েছে, তার ফলে মানুষ হতাশ হয়েছে।

আরও পড়ুন: গণভোটে ‘না’-এর অপশন কোথায়, প্রশ্ন রিজভীর 

তিনি সতর্ক করেছেন, সেই ধরনের চুক্তি দেশের জন্য ক্ষতিকর।

তিনি অতীত সরকারের সময়ের স্বার্থবিরোধী চুক্তিকেও উল্লেখ করেছেন। বিশেষ করে আদানি বিদ্যুৎ চুক্তি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন: ঝাড়খণ্ডে আদানির উৎপাদন করা বিদ্যুতের ৩৪ শতাংশ কেন বাংলাদেশকে কিনতে হবে? এটি দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার সামিল। 

এছাড়াও, তিনি অভিযোগ করেছেন, বন্দরের মতো কৌশলগত স্থাপনাগুলো বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারতো।

রিজভী বলেন, অতীত সরকারের বিভিন্ন চুক্তি, সিদ্ধান্ত ও দমন-পীড়নের কারণে জনগণের জীবন অসহনীয় হয়ে উঠেছিল। সেই কারণেই জনগণ পরিবর্তন চেয়েছিল।

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন এবং আমরা বিএনপি পরিবার’র সদস্যসচিব আতিকুর রহমান রুমান সহ অন্যান্য নেতাকর্মীরা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়