News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫০, ১৫ নভেম্বর ২০২৫
আপডেট: ১৩:৫০, ১৫ নভেম্বর ২০২৫

গণভোটে ‘না’-এর অপশন কোথায়, প্রশ্ন রিজভীর

গণভোটে ‘না’-এর অপশন কোথায়, প্রশ্ন রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

গণভোটের চারটি প্রশ্নের কোনো একটির সঙ্গে দ্বিমত থাকলে সেখানে ‘না’ বলার সুযোগ কোথায়- এ প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

তিনি বলেছেন, ‘গোঁজামিল দিয়ে কিছু করা হলে তা টেকসই হয় না। ৯০ ভাগ মানুষ যদি বুঝতেই না পারে গণভোটের উদ্দেশ্য, তাহলে মানুষ সেই তিমিরেই থেকে যাবে।’

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতারশিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, সাধারণ মানুষের বোঝার মতো করে গণভোটের প্রশ্নমালা প্রণয়ন করা উচিত। “গণভোটে চারটি প্রশ্ন থাকলেও কোথাও ‘না’ বলার সুযোগ নেই। একমত নই- এ মতামত জনগণ কীভাবে দেবে, তা গণভোটে উল্লেখ নেই।”

তিনি আরও বলেন, সারাদেশে মানুষ নানান দুর্ভোগে থাকলেও তা লাঘবে রাষ্ট্রের তৎপরতা নেই। স্বাধীনতার পর থেকেই সেবামূলক দায়িত্ব পালনে রাষ্ট্রকে দেখা যায়নি। গণভোট ও জনসংযোগের নানা উদ্যোগের পরিবর্তে রাজনৈতিক দল ও রাষ্ট্রের উচিত মানুষের অধিকার নিশ্চিত করা।

আরও পড়ুন: প্রতিবেশি দেশকে দাদাগিরি করার সুযোগ দেওয়া হবে না: ফখরুল

অভিযোগ তুলে রিজভী বলেন, আওয়ামী লীগ ভারত থেকে বিপুল অর্থ এনে দেশে নাশকতার পরিবেশ তৈরির চেষ্টা করছে। তারা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে চায়। শেখ হাসিনার বিচারের বিষয় আদালতের- মানুষ হত্যার সুষ্ঠু বিচার জনগণ চায় বলেও মন্তব্য করেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়