জুলাই সনদ বাস্তবায়নে দায়বদ্ধতা নেই অন্তর্বর্তী সরকারের: নাসীরুদ্দীন পাটওয়ারী
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি
অন্তর্বর্তী সরকার জুলাই সনদ নিয়ে কোনো দায়বদ্ধতা দেখায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, আদেশের মাধ্যমে সরকার সব রাজনৈতিক দলকে খুশি করলেও জনগণকে ফাঁকি দেওয়া হয়েছে। এই আদেশ দিয়ে মৌলিক সংস্কার সম্ভব নয়।
শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বাহাত্তরের ফ্যাসিবাদী কাঠামো দূর করতে চেয়েছিলাম। কিন্তু এই আদেশের মাধ্যমে আবারও আমরা বাহাত্তরের সংবিধানের পথেই হাঁটছি। এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার প্রস্তুতি চলছে।”
তিনি আরও বলেন, গণভোটে থাকা ৪টি ‘হ্যাঁ’ ভোটের প্যাকেজে অস্পষ্টতা রয়েছে। সরকার এসব বিষয় স্পষ্ট করলে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে। তিনি দাবি করেন- সনদের আইনি ভিত্তি মিললেও নৈতিক ভিত্তি এখনও নেই। সদিচ্ছা থাকলেও দুটি দলের কারণে সরকার কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন করতে পারছে না।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, “সংস্কার প্রক্রিয়াকে ভোটব্যাংকের ইস্যু বানাবেন না। করলে জনগণ আপনাদের প্রত্যাখ্যান করবে।”
এ সময় দলীয় মনোনয়নপত্র বিক্রির প্রসঙ্গে তিনি জানান, এখন পর্যন্ত ১ হাজার ১১টি ফরম বিক্রি হয়েছে। চিকিৎসক, শিক্ষক, আলেমসহ বিভিন্ন শ্রেণির মানুষ মনোনয়ন নিচ্ছেন। মানুষের আগ্রহের কারণে ফরম বিক্রির সময় ২০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ বছর এনসিপির লক্ষ্যমাত্রা ৩ হাজার ফরম বিক্রি।
আরও পড়ূন: আবার নির্বাচন করতে পারব ভাবিনি: বাবর
সংবাদ সম্মেলনে উপস্থিত এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, গণভোটের অনেক বিষয় রাজনৈতিক দলগুলোর ওপর ছেড়ে দেওয়া হয়েছে। অথচ তারা চাইছিলেন সংস্কারের পূর্ণাঙ্গ বাস্তবায়ন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








