ব্যাচেলর পয়েন্টে নতুন চমক স্পর্শিয়া
ছবি: সংগৃহীত
জমে উঠেছে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন–৫। এবার সিরিয়ালটিতে নতুন চমক হিসেবে যুক্ত হচ্ছেন অর্চিতা স্পর্শিয়া।
কয়েক দিন আগে নির্মাতা অমি নিজের ফেসবুকে রহস্য ছড়ানো এক পোস্টে লিখেছিলেন,‘ব্যাচেলর পয়েন্টে হ্যাতে কে?’ বৃহস্পতিবার সন্ধ্যায় পোস্টার প্রকাশের মাধ্যমে সেই রহস্য উন্মোচন করে তিনি জানান, স্পর্শিয়াই হতে চলেছেন সিজনের নতুন সারপ্রাইজ।
স্পর্শিয়া বলেন, “গত কয়েক বছর সিরিয়াস কাজই বেশি করেছি। তাই এবার কিছুটা ফান-কমেডি, কালারফুল ধরনের কাজ করতে চেয়েছিলাম, যেন আরও বেশি দর্শকের সঙ্গে সংযোগ বাড়ে। ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম থেকে কল আসতেই রাজি হয়ে যাই। এই সিরিয়াল একটি ব্র্যান্ড, অত্যন্ত জনপ্রিয়। অমি ভাইয়ের সঙ্গে আগে কাজ হয়নি, তিনি মেধাবী নির্মাতা। আশা করি, আমাদের কোলাবোরেশন ভালো কিছু উপহার দেবে। বাকিটা দর্শকই বলবেন।”
নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, “ব্যাচেলর পয়েন্টে সাধারণত পুরুষ চরিত্রই বেশি থাকে। বিগত সিজনে যেসব নারী চরিত্র এসেছে, সবই দর্শক ভালোবেসেছেন। গল্পের প্রয়োজনে এবার নতুন নারী চরিত্র প্রয়োজন ছিল। সে কারণেই স্পর্শিয়াকে নিয়েছি। চাই তার চরিত্রটি দর্শকদের জন্য সারপ্রাইজ হয়ে উঠুক। কার সঙ্গে তাঁর জুটি হবে কিংবা তার চরিত্র কতটা মজা দেবে- তা দর্শক পরের পর্বগুলোতে দেখবেন।”
আরও পড়ুন: নন্দিত গল্পকার হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ
সিরিয়ালে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, ইরফান মৃধা শিবলু, পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠুসহ আরও অনেকে। ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন–৫ দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে, পাশাপাশি এরপর চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউবেও প্রচারিত হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








