৭ ডিসেম্বর শুরু হবে জুলাই শহীদদের ফরেনসিক শনাক্তকরণ: উপদেষ্টা আসিফ
ফাইল ছবি
আগামী ৭ ডিসেম্বর রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের ফরেনসিক শনাক্তের কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ।
তিনি বলেছেন, ৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞরা দেশে পৌঁছাবেন এবং ৭ ডিসেম্বর থেকেই গণকবরের শহীদদের শনাক্তকরণ প্রক্রিয়া শুরু করবেন।
রবিবার (১৬ নভেম্বর) রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা।
তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে রায়েরবাজার এলাকায় অস্থায়ী মর্গ ও ক্যাম্প স্থাপন করে শনাক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হবে। এ প্রক্রিয়া বাস্তবায়নে সিআইডি কাজ করবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ট্রাইব্যুনালে রায় যাই হোক কার্যকর করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
পরে উপদেষ্টা একই নকশায় নির্মাণাধীন জুলাই শহীদদের কবর বাঁধাই কার্যক্রমও পরিদর্শন করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








