শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশের আবেদন প্রস্তুত প্রসিকিউশনের
শেখ হাসিনা। ফাইল ছবি
গত বছরের জুলাই-আগস্টে অভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে সোমবার (১৭ নভেম্বর)। রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাজা দিলে তার বিরুদ্ধে ‘কনভিকশন ওয়ারেন্ট’ (দণ্ডাদেশ পরোয়ানা) জারির মাধ্যমে ইন্টারপোলে রেড নোটিশ পাঠাতে উদ্যোগ নেবে প্রসিকিউশন।
রবিবার (১৬ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম।
গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এর আগেও তার বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন ইন্টারপোলে পাঠিয়েছিল প্রসিকিউশন, তবে কোনো সাড়া মেলেনি।
আরও পড়ুন: ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে চিঠি
প্রসিকিউটর তামিম বলেন, “ট্রাইব্যুনাল যখন শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল, তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রেড নোটিশের আবেদন পাঠানো হয়েছিল। আগামীকালের রায়ে যদি তার বিরুদ্ধে দণ্ডাদেশ হয়, তাহলে এবার ‘কনভিকশন ওয়ারেন্ট’ সংযুক্ত করে আবারও রেড নোটিশের আবেদন করা হবে।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








