News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫০, ১২ নভেম্বর ২০২৫

সুপ্রিম কোর্টে ১৯ আইনজীবীকে জ্যেষ্ঠ আইনজীবী ঘোষণা

সুপ্রিম কোর্টে ১৯ আইনজীবীকে জ্যেষ্ঠ আইনজীবী ঘোষণা

ফাইল ছবি

দেশের আইনজীবীদের পেশাগত মর্যাদার সর্বোচ্চ স্তর হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ১৯ জন আইনজীবীকে। 

তালিকাভুক্তদের মধ্যে আছেন সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিভিন্ন মামলায় আলোচিত ব্যারিস্টার রাশনা ইমাম ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

অন্যান্য ১৫ জন জ্যেষ্ঠ আইনজীবী হলেন আমিনুল হক, আবু রেজা মো. কাইয়ুম খান, এস এম মাসুদ হোসেন দোলন, তৈমূর আলম খন্দকার, মোহাম্মদ হোসেন, মো. রফিকুর ইসলাম, অরিবিন্দ কুমার রায়, শাহীন আহমেদ, মো. সাদউল্লাহ, রেশাদ ইমাম, ফাতেমা শাহেদ চৌধুরী, এম সাকিবুজ্জামান, মো. জামিল আক্তার এলাহী, মো. আব্দুল কাইয়ুম এবং মো. শাখাওয়াত হোসেন।

বুধবার (১২ নভেম্বর) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন। 

আরও পড়ুন: হাইকোর্টে ২২ জন স্থায়ী বিচারপতি নিয়োগ দিলো সরকার

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতির সভাপতিত্বে এনরোলমেন্ট কমিটির ১১ নভেম্বরের সভায় সদস্যদের স্বতন্ত্র মতামলের ভিত্তিতে ১৯ জন আইনজীবীকে আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সভায় ৪৯ জন আইনজীবীকে জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে স্ট্যান্ডওভার রাখা হয়েছে।

এছাড়া, ১৫৩ জন আইনজীবীকে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এবং ১৫০ জন আইনজীবীকে আপিল বিভাগে তালিকাভুক্তির ক্ষেত্রে স্ট্যান্ডওভার রাখা হয়েছে।

সুপ্রিম কোর্টে একজন আইনজীবীর জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয় মেধা, অভিজ্ঞতা, দক্ষতা, শিষ্টাচার ও পেশাদারিত্বের ভিত্তিতে, যা আইন পেশায় সর্বোচ্চ মর্যাদার প্রতীক।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়