News Bangladesh

আইন-আদালত ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:০৭, ১৬ নভেম্বর ২০২৫

ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে চিঠি

ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে চিঠি

ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘিরে ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তায় সেনা মোতায়েন চেয়ে সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিমকোর্ট।

রবিবার (১৬ নভেম্বর)  সুপ্রিমকোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ট্রাইব্যুনালে সেনা মোতায়েনের জন্য সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে সেনা সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

এর আগে রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবারও সুপ্রিমকোর্ট প্রশাসন থেকে সেনা মোতায়েনের জন্য চিঠি পাঠানো হয়েছিল এবং তখনও ট্রাইব্যুনাল ও সুপ্রিমকোর্ট এলাকায় সেনা মোতায়েন করা হয়।

বর্তমান পরিস্থিতি ও মামলার সংবেদনশীলতার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিমকোর্ট এলাকায় যেকোনো অপ্রীতিকর ঘটনা এবং আইন-শৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ চার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: বিচারকদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ মামলার অপর দুই আসামি। এর মধ্যে সাবেক আইজিপি মামুন ‘অ্যাপ্রুভার’ বা রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়