News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৩, ১৭ নভেম্বর ২০২৫

কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে আগুন

কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে আগুন

ছবি: সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি লেগুনা পুড়ে গেছে। 

রবিবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পোস্তাগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ারদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগার পর তিনি চিৎকার করলে দুই ব্যক্তিকে দৌঁড়ে পালাতে দেখেন; অন্ধকারের কারণে কারও চেহারা চেনা যায়নি।

আরও পড়ুন: চট্টগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত

তবে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন অগ্নিকাণ্ডের ঘটনাটি স্বীকার করলেও তিনি বলেন,  ডাম্পিংয়ের আবর্জনা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়