News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৭, ১৭ নভেম্বর ২০২৫

মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

ফাইল ছবি

আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী সোমবার (১৭ নভেম্বর)। ১৯৭৬ সালের এই দিনে ঢাকার পিজি হাসপাতালে (বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। পরে তার মরদেহ টাঙ্গাইলের সন্তোষে দাফন করা হয়।

মওলানা ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। কৈশোর ও যৌবনকাল থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯১১ সালে মওলানা মোহাম্মদ আলীর সান্নিধ্যে এসে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। ১৯১৭-১৯ সালের মধ্যে তিনি রেশমী রুমাল আন্দোলন, খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনে অংশ নেন।

১৯২৫-২৭ সালে আসামে ও পূর্ব বাংলায় কৃষক-মজুরদের স্বার্থে সংগঠন গড়ে তোলেন এবং জমিদার ও সুদখোর মহাজনবিরোধী আন্দোলন চালান। ১৯৩৬ সালে কংগ্রেস ত্যাগ করে মুসলিম লীগের সঙ্গে যুক্ত হন এবং আসামের প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি হন।

১৯৪৯ সালে তিনি আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা করেন ও সভাপতি নির্বাচিত হন। ১৯৫৫ সালের পল্টন ময়দানে পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের দাবিতে জনসভা করেন। ১৯৫৭ সালে কাগমারী সম্মেলনে পশ্চিম পাকিস্তানের উদ্দেশে বিখ্যাত ‘আসসালামু আলাইকুম’ ঘোষণা করেন। ওই বছরের জুলাইয়ে ন্যাশনাল আওয়ামী পার্টি প্রতিষ্ঠা করেন।

পরবর্তী সময় তিনি ফারাক্কা লং মার্চ, পাকিস্তান এবং স্বাধীন বাংলাদেশের বিভিন্ন কৃষক ও শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দেন। ১৯৭২ সালে সাপ্তাহিক হক- কথা প্রকাশ করেন এবং ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন। দেশব্যাপী দুর্ভিক্ষের সময় ১৯৭৪ সালের ভুখা মিছিল আন্তর্জাতিক পর্যায়ে সাড়া ফেলে।

আরও পড়ুন: শেখ হাসিনার রায় ঘিরে রাজধানীতে সতর্কতা জোরদার

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষে তার মাজারে ভাসানী বিশ্ববিদ্যালয়, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচি পালন করছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়