News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৪৬, ১০ নভেম্বর ২০২৫

মালয়েশিয়ার রোড শোতে বাংলাদেশ উপস্থাপিত হবে সিলিকন রিভার হিসেবে 

মালয়েশিয়ার রোড শোতে বাংলাদেশ উপস্থাপিত হবে সিলিকন রিভার হিসেবে 

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার পেনাংয়ে  আগামী ১১ থেকে ১৩ নভেম্বর তিন দিনব্যাপী বাংলাদেশের সেমিকন্ডাক্টর খাত নিয়ে রোড শো অনুষ্ঠিত হবে। বিএসআইএ রোড-শো ২০২৫- এর আয়োজক বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)। 

বাংলাদেশের উদীয়মান সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমকে মালয়েশিয়ার উন্নত সেমিকন্ডাক্টর শিল্প ও বৈশ্বিক প্রযুক্তি নেতৃবৃন্দের কাছে উপস্থাপন করা হবে রোড শোতে। বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে ডিজাইন, ইনোভেশন এবং ট্যালেন্ট পার্টনার হিসেবে বাংলাদেশের সক্ষমতাকে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। বিএসআইএ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

মালয়েশিয়াকে এই বৈশ্বিক সম্পৃক্ততার প্রথম গন্তব্য হিসেবে বেছে নেওয়া হয়েছে, কারণ এটি এশিয়ার অন্যতম পরিপক্ব সেমিকন্ডাক্টর প্যাকেজিং ও টেস্টিং হাব, যেখানে  বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মালয়েশিয়ার সফল সেমিকন্ডাক্টর যাত্রা থেকে শেখার পাশাপাশি ডিজাইন ট্যালেন্ট, ব্যয় প্রতিযোগিতা ও উদ্ভাবন প্রস্ততি – এই তিন মূল শক্তি তুলে ধরতে বাংলাদেশ আগ্রহী।

২০তম বিডিনগ সম্মেলন সিলেটে

রোডশোতে অংশগ্রহণকারী বিএসআইএ -এর প্রতিনিধি দলে বাংলাদেশর বিভিন্ন সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের সেমিকন্ডাক্টর সেক্টরে উদীয়মান সক্ষমতা ও উদ্ভাবনী কার্যক্রমের প্রতিনিধিত্ব করছে।

অনুষ্ঠানে পেনাং রাজ্যের উপ-প্রধানমন্ত্রী জগদ্বীপ সিং ডিও প্রধান অতিথি, মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মানজুরুল করিম খান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বিভিন্ন ফোরাম, সংস্থার উচ্চপর্যায়ের কর্মকর্তা,  শিক্ষাবিদরা থাকবেন। 

এ বিষয়ে বিএসআইএ সভাপতি মো. এ জাব্বার বলেন,সিলিকন রিভার উদ্যোগ শুধু সেমিকন্ডাক্টর নয়- এটি বৈশ্বিক উদ্ভাবনে বাংলাদেশকে আত্মবিশ্বাসী অংশীদার হিসেবে প্রতিষ্ঠার যাত্রা। এই রোডশোর মাধ্যমে আমরা বাংলাদেশের ডিজাইন সক্ষমতাকে মালয়েশিয়ার ম্যানুফ্যাকচারিং দক্ষতার সাথে যুক্ত করে আঞ্চলিক সহযোগিতার নতুন দ্বার খুলতে চাই। 

যুক্তরাষ্ট্রের পার্ডু ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মদ মুস্তাফা হুসেইন বলেন: বিএসআইএ রোড শো বাংলাদেশের সেমিকন্ডাক্টর যাত্রার একটি মাইলফলক। এটি অ্যাকাডেমিয়া, ইন্ডাস্ট্রি এবং বৈশ্বিক ডায়াস্পোরাকে সংযুক্ত করে সিলিকন রিভার ভিশনকে আরও শক্তিশালী করে। 

রোডশো’র অন্যতম পরামর্শক ও সমন্বয়ক ড. শাতিল হক বলেন, দৃষ্টি যেখানে সুযোগের সাথে এবং প্রতিভা যেখানে প্রযুক্তির সাথে যুক্ত হয়- সেখানেই নতুন যুগের সূচনা। বাংলাদেশ সেই নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে সিলিকন রিভারের উত্থানের মধ্য দিয়ে।

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়