News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৫০, ১০ নভেম্বর ২০২৫

ধানমন্ডিতে ল্যাবএইডের সামনে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন

ধানমন্ডিতে ল্যাবএইডের সামনে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন নিউজবাংলাদেশ ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে বাসটিতে কীভাবে আগুন লেগেছে, কিংবা সেটি চলন্ত অবস্থায় ছিল নাকি পার্কিংয়ে ছিল—তা এখনো নিশ্চিত করা যায়নি।

প্রাথমিকভাবে জানা গেছে, আগুনে আক্রান্ত বাসটি শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের। 

আরও পড়ুন: রাজধানীতে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে নগরবাসী

ঘটনাস্থলের স্থানীয়রা জানিয়েছেন, বাসটির পাশে দিয়ে সাত-আটজন তরুণ হেঁটে যাচ্ছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ করেই বাসটিতে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেন।

স্থানীয়রা সন্দেহ করছেন, এটি নাশকতা হতে পারে; তবে দুর্ঘটনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের উৎস সম্পর্কে নিশ্চিত কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

উল্লেখ্য, এর আগে সোমবার ভোরে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই দিনে ধানমন্ডিতে নতুন করে এ অগ্নিকাণ্ডের ঘটনায় শহরজুড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, পরপর একাধিক বাসে অগ্নিকাণ্ডের ঘটনাগুলোকে গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়