News Bangladesh

গাজীপুর সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৫, ১০ নভেম্বর ২০২৫
আপডেট: ১৪:৩১, ১০ নভেম্বর ২০২৫

রাস্তা বন্ধ করে যাতায়াত করা পুলিশ কমিশনার নাজমুল সাময়িক বরখাস্ত

রাস্তা বন্ধ করে যাতায়াত করা পুলিশ কমিশনার নাজমুল সাময়িক বরখাস্ত

ছবি: সংগৃহীত

সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে নিজে যাতায়াত করার ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার নাজমুল করিম খানকে দুই মাস আগে প্রত্যাহার করা হয়। এবার তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করলো সরকার।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়— গাজীপুর জিএমপির পুলিশ কমিশনার (কর্মস্থল থেকে পুলিশ সদর দপ্তরে স্থানান্তরিত) মো. নাজমুল করিম খানকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক। সেহেতু নাজমুল করিম খানকে সরকারি চাকরি আইনের বিধান মোতাবেক সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

রাজধানীতে দুটি বাসে আগুন

সাময়িক বরখাস্তকালীন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও উল্লেখ করা হয়েছে আদেশে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়