News Bangladesh

গাইবান্ধা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১৬, ৯ নভেম্বর ২০২৫

বিএনপির বহিষ্কৃত নেতা-প্রার্থীর শোডাউন ঘিরে সাঘাটায় ১৪৪ ধারা

বিএনপির বহিষ্কৃত নেতা-প্রার্থীর শোডাউন ঘিরে সাঘাটায় ১৪৪ ধারা

ছবি: নিউজবাংলাদেশ

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী ও বহিষ্কৃত নেতার সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ্ তমালের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, রবিবার (০৯ নভেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সাঘাটা উপজেলা ও আশপাশের এলাকায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা কার্যকর থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়, একই দিনে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা নাহিদুজ্জামান নিশাদ ও বিএনপির মনোনীত প্রার্থী ফারুক আলম সরকারের সমর্থকদের মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বিরোধ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। এতে স্থানীয়ভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দেওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

১৪৪ ধারার অধীনে অস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির সমবেত হওয়া, সভা-সমাবেশ ও মিছিল আয়োজন নিষিদ্ধ থাকবে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ আদেশের আওতার বাইরে থাকবেন।

আরও পড়ুন: ৫০ টাকা কেজি দরে আমন চাল কিনবে সরকার

এর আগে, ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে দলের প্রার্থী হিসেবে জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আলমের নাম ঘোষণা করেন। এরও আগে ২৪ অক্টোবর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নাহিদুজ্জামান নিশাদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনবিরোধী কার্যকলাপ এবং রাজনৈতিক অনৈতিকতার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

বিএনপির তৃণমূলের অনেক নেতা-কর্মী অভিযোগ করে বলেন, নাহিদুজ্জামান নিশাদ কোনোদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না; বরং স্বৈরাচার সরকারের পতনের পর থেকেই তিনি নিজেকে বিএনপির নেতা দাবি করে আসছেন। বগুড়ার প্রভাব খাটিয়ে তিনি জেলা বিএনপির সহ-সভাপতির পদও বাগিয়ে নেন এবং রাজনীতিতে একচেটিয়া আধিপত্য সৃষ্টি করতে চান।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, দুই গ্রুপের মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ শক্ত অবস্থানে রয়েছে। ১৪৪ ধারা ভঙ্গ করে কাউকে মাঠে নামতে দেওয়া হবে না।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়