News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩৩, ৯ নভেম্বর ২০২৫

ফিনটেক অ্যাওয়ার্ড পেলো ইউনাইটেড ফাইন্যান্স  

ফিনটেক অ্যাওয়ার্ড পেলো ইউনাইটেড ফাইন্যান্স  

ছবি: সংগৃহীত

ইউনাইটেড ফাইন্যান্স তার যুগান্তকারী উদ্ভাবন ইউনাইটেড ফাইন্যান্স মোবাইল অ্যাপের (উমা) জন্য তৃতীয় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডে নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এনবিএফআই) ক্যাটাগরিতে সেরার পুরস্কার অর্জন করেছে। 

এই সম্মানজনক পুরস্কারটি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ইউনাইটেড ফাইন্যান্স-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের হাতে তুলে দেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশিদ। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর ড. আহসান এইচ. মনসুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উমা হলো এনবিএফআই খাতে একমাত্র মোবাইল অ্যাপ যা সম্পূর্ণ ডিজিটাল অ্যাকাউন্ট খোলার সুবিধা প্রদান করে। 

গ্রাহকরা স্মার্টফোনের মাধ্যমে সহজেই তাদের রিয়েল-টাইম ব্যালেন্স দেখতে পারেন, স্টেটমেন্ট ও সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন, এবং বিভিন্ন সেবা অনুরোধ করতে পারেন। 

আরও পড়ুন: ইসলামী ব্যাংক থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাত, দুদকের মামলা

উমা’র ইউজার-ফ্রেন্ডলি ডিজাইন এবং স্মুথ ফাংশনালিটি উমাকে গ্রাহকদের আর্থিক ব্যবস্থাপনায় পূর্ণ স্বাধীনতা দিতে সক্ষম করেছে, যা ব্যবহারকারীদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

এই অর্জন প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, উমা একটি নতুন যাত্রার সূচনা। আজকের দিনে সেবার উৎকর্ষই প্রকৃত পার্থক্য গড়ে দেয় এবং ইউনাইটেড ফাইন্যান্সে আমরা প্রযুক্তিকে কাজে লাগিয়ে শ্রেষ্ঠ অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ৩৬ বছরের ঐতিহ্য ও আস্থাকে ভিত্তি করে, এই পুরস্কার আমাদের একটি ভবিষ্যতমুখী আর্থিক প্রতিষ্ঠান গড়ার অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে ইউনাইটেড ফাইন্যান্সের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান। 

১৯৮৯ সাল থেকে ইউনাইটেড ফাইন্যান্স বাংলাদেশে নতুন ও উদ্ভাবনী আর্থিক সেবা প্রদান করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটির ২৩টি শাখা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়